|

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৪ সংক্ষিপ্ত প্রশ্ন

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৪ সংক্ষিপ্ত প্রশ্ন: কম্পিউটারকে যেকোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ দিতে হয়। সেই ভাষাটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। যেকোনো ধরনের বাস্তব সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর কোনো জুড়ি নাই। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হলো পাইথন। অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় পাইথনের বেশি জনপ্রিয়তার কারণ হলো এটি লেখার নিয়মগুলো সহজ।

যে কারো পক্ষে পাইথন ভাষাটি কম সময়ে শেখা ও ব্যবহার করা সম্ভব। পাইথনে একটি প্রোগ্রাম ডিজাইন করতে ভ্যারিয়েবল, ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে, সেই সাথে কীভাবে ইনপুট দিতে হয়, বিভিন্ন গাণিতিক অপারেশন করার পদ্ধতি জানাও আবশ্যক। পাইথন ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধানে কন্ডিশন, লুপের সম্পর্কে ধারণা নিতে হবে। একটি প্রোগ্রামের আউটপুট সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই প্রোগ্রামটি ত্রুটিমুক্ত হতে হবে।


৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৪ কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। কম্পিউটারসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কোন সংখ্যা দুটি বুঝতে পারে?
উত্তর: ০ এবং ১।

প্রশ্ন ২। সি কী ধরনের ভাষা?
উত্তর: প্রোগ্রামিং ভাষা।

প্রশ্ন ৩। ০ আর ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কী বলা হয়?
উত্তর: মেশিন কোড।

প্রশ্ন ৪। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা কয় রকমের হতে পারে?
উত্তর: দুই রকমের।

প্রশ্ন ৫। কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্দেশ নির্ভুল হলে নির্দেশগুলো একসাথে মেশিনকোডে রূপান্তর হবে?
উত্তর: কম্পাইল।

প্রশ্ন ৬। কোন রূপান্তরকারী সফটওয়্যার পুরো নির্দেশের কোথাও ভুল পেলে রূপান্তর করতে পারে না?
উত্তর: কম্পাইলার।

প্রশ্ন ৭। কোন রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন, সব একসাথে রূপান্তর ‘হবে না?
উত্তর: ইন্টারপ্রেটার।

প্রশ্ন ৮। কোন রূপান্তরকারী সফটওয়‍্যার একটি একটি করে নির্দেশ রূপান্তর করে?
উত্তর: ইন্টারপ্রেটার।

প্রশ্ন ৯। সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব এক সাথে রূপান্তরিত হবে, এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা?
উত্তর: কম্পাইলার।

প্রশ্ন ১০। পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে, এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা?
উত্তর: ইন্টারপ্রেটার।

প্রশ্ন ১১। সব প্রোগ্রামিং ভাষার কী একই রকম হয়?
উত্তর: মূল গঠন।।

প্রশ্ন ১২। সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়?
উত্তর: সেমিকোলন চিহ্ন।

প্রশ্ন ১৩। পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় কোন লিংক থেকে?
উত্তর: https://www.python.org/downloads

প্রশ্ন ১৪। Thonny সফটওয়‍্যারটি ডাউনলোডের জন্য কোন লিংকে যেতে হয়?
উত্তর: https://thonny.org/

প্রশ্ন ১৫। আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: print ()

প্রশ্ন ১৬। print() ফাংশনের ভেতর যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটি কোন চিহ্নের ভেতরে লিখতে হয়?
উত্তর: Single Quotation (”) 1-

প্রশ্ন ১৭। পাইথনে ফাইল সংরক্ষণ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হয়?
উত্তর: সেভ বাটন।

প্রশ্ন ১৮। প্রোগ্রামের ভিতর তথ্য সঞ্চয় করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: ভ্যারিয়েবল।

প্রশ্ন ১৯। ভ্যারিয়েবল কিসের মতো?
উত্তর: বাক্সের মতো।

প্রশ্ন ২০। ভ্যারিয়েবল শব্দটির অর্থ কী?
উত্তর: পরিবর্তনশীল।

প্রশ্ন ২১। ভ্যারিয়েবলের নাম সবসময় কী হবে?
উত্তর: একটি শব্দ।

প্রশ্ন ২২। ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা যায়?
উত্তর: আন্ডার স্কোর (_)।

প্রশ্ন ২৩। কিসের নামের প্রথম অক্ষর অবশ্যই az অথবা A-Z অথবা আন্ডারস্কোর (_) হতে হবে?
উত্তর: ভ্যারিয়েবলের নাম।

প্রশ্ন ২৪। ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রথম অক্ষর কী হতে পারবে না?
উত্তর: কোনো সংখ্যা (০-৯) বা অন্য কোনো প্রতীক চিহ্ন?।

প্রশ্ন ২৫। পাইথন কী ধরনের প্রোগ্রামিং ভাষা?
উত্তর: কেস সেন্সেটিভ।

প্রশ্ন ২৬। ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: ” চিহ্ন।

প্রশ্ন ২৭। ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?
উত্তর: int ডেটা টাইপ।’

প্রশ্ন ২৮। ভ্যারিয়েবলে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?
উত্তর: float ডেটা টাইপ।

প্রশ্ন ২৯। ভ্যারিয়েবলে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?
উত্তর: str ডেটা টাইপ।

প্রশ্ন ৩০। কোন ভ্যারিয়েবলে সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা করতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?
উত্তর: bool ডেটা টাইপ।

প্রশ্ন ৩১। পাইথনের কয়টি প্রধান ডেটা টাইপ রয়েছে?
উত্তর: চারটি।

প্রশ্ন ৩২। ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি, সেটি কম্পিউটারের কোথায় জমা হয়?
উত্তর: কম্পিউটারের মেমোরিতে।

প্রশ্ন ৩৩। ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়?
উত্তর: type () ফাংশন।

প্রশ্ন ৩৪। প্রোগ্রামের ভিতর ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন, সেটিকে কোন ডেটা টাইপে গ্রহণ করবে?
উত্তর: str।

প্রশ্ন ৩৫। কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবলের যোগফল বের করা যায়?
উত্তর: যোগের (+) অপারেটর।

প্রশ্ন ৩৬। কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুই পাশে দুটি ভ্যারিয়েবলের বিয়োগফল বের করা যাবে?
উত্তর: বিয়োগের (-) অপারেটর।

প্রশ্ন ৩৭। কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবলের গুণফল বের করা যাবে?
উত্তর: গুণ (*) অপারেটর।

প্রশ্ন ৩৮। কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির বামপাশে থাকা ভ্যারিয়েবলকে ডানপাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে?
উত্তর: ভাগ (/) অপারেটর।

প্রশ্ন ৩৯। মডুলো অপারেটর কোনটি?
উত্তর: %।

প্রশ্ন ৪০। কোন চিহ্নের অর্থ হলো বামপাশে ও ডানপাশে থাকা মান সমান কিনা সেটি যাচাই করা?
উত্তর: ‘=’ চিহ্ন।

প্রশ্ন ৪১। কোন সফটওয়‍্যারে পাইথন প্রোগ্রাম লিখলে নিজে নিজেই প্রয়োজনমতো ইনডেনটেশন নিয়ে নেয়?
উত্তর: Thonny সফটওয়‍্যারে।

প্রশ্ন ৪২। যখন একই রকমের কাজ বারবার করতে হয় সেটিকে প্রোগ্রামিং এ সহজেই নির্দিষ্ট শর্ত মেনে ডিজাইন করা যায় কী ব্যবহার করে?
উত্তর: লুপ ব্যবহার করে।

প্রশ্ন ৪৩। লুপ অর্থ কী?
উত্তর: বারবার ঘটা।

প্রশ্ন ৪৪। পাইথনে কয় ধরনের লুপ বেশি প্রচলিত?
উত্তর: দুই ধরনের।

প্রশ্ন ৪৫। While লুপে মূলত কয়টি অংশ থাকে?
উত্তর: দুইটি অংশ।

প্রশ্ন ৪৬। শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা যা করব সেটিকে কী বলা হয়?
উত্তর: টাস্ক।


৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৪ সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। প্রোগ্রামিং ভাষা কী?
উত্তর: প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটারে প্রোগ্রাম লেখা যায়।

প্রশ্ন ২। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে?
উত্তর: যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।

প্রশ্ন ৩। কম্পাইলার কী?
উত্তর: কম্পিউটারে দেওয়া আমাদের নির্দেশনাগুলো যদি নির্ভুল হয় তবে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরের জন্য যে রূপান্তরকারী সফটওয়‍্যার ব্যবহৃত হয় সেটিই কম্পাইলার।

প্রশ্ন ৪। ইন্টারপ্রেট করা কী?
উত্তর: যে রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন, সব একসাথে রূপান্তর হবে না, একটি একটি করে নির্দেশ হলো ইন্টারপ্রেট করা।

প্রশ্ন ৫। ইন্টারপ্রেটার কী?
উত্তর: যে রূপান্তরকারী সফটওয়‍্যার একটি একটি করে নির্দেশ রূপান্তর করে এবং কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যায় তাই ইন্টারপ্রেটার।

প্রশ্ন ৬। পাইথন কী?
উত্তর: পাইথন একটি শক্তিশালী হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।

প্রশ্ন ৭। ভ্যারিয়েবল কাকে বলে?
উত্তর: প্রোগ্রামিং ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয়, তাকে ভ্যারিয়েবল বলা হয়।

প্রশ্ন ৮। Integer number কাকে বলে?
উত্তর: ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে Integer number বলা হয়।

প্রশ্ন ৯। int ডেটা টাইপ কাকে বলে?
উত্তর: ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার’ জন্য যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে int ডেটা টাইপ বলে।

প্রশ্ন ১০। float ডেটা টাইপ কাকে বলে?
উত্তর: ভ্যারিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখতে যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে float ডেটা টাইপ বলে।

প্রশ্ন ১১। str ডেটা টাইপ কাকে বলে?
উত্তর: ভ্যারিয়েবলে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে str ডেটা টাইপ বলে।

প্রশ্ন ১২। টাইপ কাস্টিং কী?
উত্তর: টাইপ কাস্টিং হলো একটি প্রক্রিয়া যা একটি ভ্যারিয়েবলের ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করে।

প্রশ্ন ১৩। গাণিতিক অপারেটর কাকে বলে?
উত্তর: পাইথন প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ (যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি) সম্পন্ন করার জন্য যেসব সিম্বল বা অপারেটর ব্যবহৃত হয়। তাদেরকে গাণিতিক অপারেশন বলা হয়।

প্রশ্ন ১৪। অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে?
উত্তর: পাইথন প্রোগ্রামে একটি ভ্যারিয়েবলের মান অন্য কোনো ভ্যারিয়েবলের মান হিসেবে নির্ধারণ করতে যে অপারেটর ব্যবহার করা হয় তাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে।

প্রশ্ন ১৫। ইনডেনটেশন বলতে কী বুঝায়?
উত্তর: ইনডেনটেশন একটি কোড লাইনের শুরুতে স্পেস বুঝায়।

প্রশ্ন ১৬। ক্যালকুলেটর কী?
উত্তর: ক্যালকুলেটর হলো একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।

প্রশ্ন ১৭। সুডো কোড কাকে বলে?
উত্তর: প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালি সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে সুডো কোড বলে।

প্রশ্ন ১৮। লুপ কাকে বলে?
উত্তর: একই কাজ বারবার করার প্রক্রিয়াকে বলা হয় লুপ বা চক্র।


আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ সংক্ষিপ্ত প্রশ্ন
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৩ সংক্ষিপ্ত প্রশ্ন


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।