৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ সংক্ষিপ্ত প্রশ্ন
৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ সংক্ষিপ্ত প্রশ্ন: বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তাই ডিজিটাল মাধ্যম ব্যবহারে সচেতনতার কোন বিকল্প নেই।
ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধগুলো হলো- ডেটা ইন্টারসেপশন, ডি ডস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচার, মনোবৃত্তি এবং চিন্তাজগৎ। যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃত্তি। যেমন- সাইবার বুলিং, ফেইক নিউজ, সাইবার স্টকিং, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। তবে এসব সাইবার অপরাধ দমনে আমাদের দেশে বেশ কয়েকটি আইন রয়েছে। সাইবার অপরাধ রোধে বিদ্যালয়ে নাটিকা তৈরির ভিডিও বানিয়ে তা ক্যামটাশিয়া সফটওয়্যারের মাধ্যমে এডিট করা যাবে।
৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ স্পেশাল কুইজ
প্রশ্ন ১। সমাজ ও আইন বিরোধী যেকোনো কাজই কী?
উত্তর: অপরাধ।
প্রশ্ন ২। সমাজে তথ্য যেকোনো মানুষের কেমন সম্পদ?
উত্তর: সবচেয়ে মূল্যবান।
প্রশ্ন ৩। যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে হয়ে থাকে সেগুলো কী?
উত্তর: সাইবার অপরাধ।
প্রশ্ন ৪। কোন মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায়?
উত্তর: ডিজিটাল মাধ্যম।
প্রশ্ন ৫। ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করার প্রক্রিয়াটিকে কী বলা হয়?
উত্তর: ডেটা ইন্টারসেপশন।’
প্রশ্ন ৬। সফটওয়্যার বা অ্যাপস এ কী করা থাকলে মধ্যবর্তী কারও পক্ষে তথ্য চুরি করা সম্ভব হয় না?
উত্তর: এন্ড টু এন্ড এনক্রিপশন।
প্রশ্ন ৭। ডিজিটাল জগতে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করাকে কী বলা হয়?
উত্তর: ডি ডস অ্যাটাক।
প্রশ্ন ৮। অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেওয়াকে কী বলা হয়?
উত্তর: হ্যাকিং।
প্রশ্ন ৯। হ্যাকিং কী ধরনের হতে পারে?
উত্তর: ভালো-মন্দ উভয় ধরনের।
প্রশ্ন ১০। ম্যালওয়্যার কী ধরনের সফটওয়্যার?
উত্তর: ক্ষতিকর সফটওয়্যার।
প্রশ্ন ১১। কোন যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচার, মনোবৃত্তি এবং চিন্তাজগত?
উত্তর: প্রযুক্তির উৎকর্ষতার যুগে।
প্রশ্ন ১২। ডিজিটাল প্রযুক্তি ব্রবহার করে কাউকে হয়রানি করা কী?
উত্তর: একটি অপরাধ।
প্রশ্ন ১৩। ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাকে কী বলা হয়?
উত্তর: সাইবার বুলিং।
প্রশ্ন ১৪। মিথ্যা বাক্য ব্যবহার করে, কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কী বলা হয়?
উত্তর: ফেইক নিউজ।
প্রশ্ন ১৫। সাইবার বুলিং এর জন্য বাংলাদেশে কী ধরনের শাস্তির আইন নয়েছে?
উত্তর: কঠোর শাস্তি।
প্রশ্ন ১৬। কী ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে?
উত্তর: ফেইক নিউজ।
প্রশ্ন ১৭। কী ব্যবহার করে ঘটা ফেইক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে?
উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন ১৮। ব্যক্তি বা প্রতিষ্ঠানের কী নাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়?
উত্তর: নকল বা ছদ্ম নাম।
প্রশ্ন ১৯। অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে কী করা উচিত?
উত্তর: যাচাই করা।
প্রশ্ন ২০। বাংলাদেশের কোন আইন মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেইক নিউজ ছড়ানোর জন্য ১০ বছরের কারাদণ্ড হতে পারে?
উত্তর: তথ্য প্রযুক্তি আইন ২০০৬।
প্রশ্ন ২১। ডিজিটাল প্ল্যাটফর্মে ফেইক নিউজ ছড়ানো অপরাধীর সর্বোচ্চ কত বছর কারাদন্ড হতে পারে?
উত্তর: ১০ বছর।
প্রশ্ন ২২। ডিজিটাল প্ল্যাটফর্মে ফেইক নিউজ ছড়ানো অপরাধীর সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে?
উত্তর: ১ কোটি টাকা।
প্রশ্ন ২৩। কোনো মানুষকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করার উদ্দেশ্যে প্রতিনিয়ত ছবি বা বার্তা পাঠানোকে কী বলা হয়?
উত্তর: সাইবার স্টকিং।
প্রশ্ন ২৪। কীসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত একাউন্ট হ্যাক করা হয়?
উত্তর: ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।
প্রশ্ন ২৫। সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির প্রোফাইল হ্যাক করাকে কী বলে?
উত্তর: স্যোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং।
প্রশ্ন ২৬। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি একাউন্ট খুলে আমরা তাকে কী বলতে পারি?
উত্তর: ফেইক সোশ্যাল মিডিয়া একাউন্ট।
প্রশ্ন ২৭। বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কী ধরনের সাইবার ইউনিট রয়েছে?
উত্তর: বিশেষায়িত সাইবার ইউনিট।
প্রশ্ন ২৮। ন্যাশনাল হেল্পলাইন-এ যোগাযোগ করার নম্বর কত?
উত্তর: ১০৯।
প্রশ্ন ২৯। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস এর নম্বর কত?
উত্তর: ৯৯৯।
প্রশ্ন ৩০। অনলাইনে জিডি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়?
উত্তর: www.dmp.gov.bd।
প্রশ্ন ৩১। ই-মেইলে প্রবেশের জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে একটি এসএমএস অর্থাৎ ওটিপি আমাদের মোবাইলে আসে এবং আমরা যখন সেই ওটিপি দেই তখনই কেবল আমরা আমাদের ই-মেইলে প্রবেশ করতে পারি। এই পুরো প্রক্রিয়াটিকে কী বলা হয়?
উত্তর: টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন।
প্রশ্ন ৩২। ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কত ডিজিটের হয়ে থাকে?
উত্তর: ৬ ডিজিট।
প্রশ্ন ৩৩। কোনো কারণে একটি একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কী করা যায়?
উত্তর: আইডি রিকভার।
প্রশ্ন ৩৪। কী চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়?
উত্তর: টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন।
প্রশ্ন ৩৫। বর্তমান সময়ে কীসের ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয়?
উত্তর: সোশ্যাল মিডিয়ার ব্যবহার।-
প্রশ্ন ৩৬। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে কী থাকতে হবে?
উত্তর: খুবই সতর্ক।
প্রশ্ন ৩৭। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য কিসের মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নেয়?
উত্তর: সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।
প্রশ্ন ৩৮। সফটওয়্যারের বিনামূল্যে ট্রায়াল ভার্সনের সময়সীমা অতিবাহিত হলে সম্পাদিত ভিডিওতে কী মার্ক থাকে?
উত্তর: জলছাপ বা ওয়াটার মার্ক থাকে।
প্রশ্ন ৩৯। ক্যামটাশিয়া কী ধরনের সফটওয়্যার?
উত্তর: ভিডিও এডিটিং সফটওয়্যার।
প্রশ্ন ৪০। যত বেশি ভিডিও এডিটিং অনুশীলন করা হবে তত বেশি কী হওয়া যায়?
উত্তর: দক্ষ।
প্রশ্ন ৪১। ক্যামটামিয়ায় ই-মেইল আইডি দিয়ে সাইন ইন করলে কয় দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে?
উত্তর: ৩ দিনের জন্য।
প্রশ্ন ৪২। ক্যামটাশিয়ায় শব্দ সম্পাদনার জন্য কোন অংশে ক্লিক করতে হয়?
উত্তর: এডিট অডিও অংশে।
প্রশ্ন ৪৩। ক্যামটাশিয়ায় ফাইল এক্সপোর্ট করা শেষ হলে সফটওয়্যারটি কী করতে হবে?
উত্তর: ক্লোজ।
৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। সাইবার ক্রাইম কী?
উত্তর: ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধই সাইবার ক্রাইম।
প্রশ্ন ২। নেটওয়ার্ক কী?
উত্তর: যখন একাধিক কম্পিউটার পরস্পর কোনো তার বা বেতার (wired or wireless) মাধ্যমে সংযুক্ত (connected) হয়ে থাকে তখন সেটাকেই বলা হয় নেটওয়ার্ক।
প্রশ্ন ৩। পাসওয়ার্ড কী?
উত্তর: পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায়।
প্রশ্ন ৪। ব্রুট ফোর্স অ্যাটাক কী?
উত্তর: ফ্রুট ফোর্স হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার তার ভিকটিম এর বিভিন্ন তথ্যানুসারে অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ-ইনের চেষ্টা করে।
প্রশ্ন ৫। ডাটা ইন্টারসেপশন কী?
উত্তর: ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপর কেউ অবৈধভাবে দেখতে, পরিবর্তন করতে অথবা বহন করতে পারে।
প্রশ্ন ৬। ডি ডস অ্যাটাক কী?
উত্তর: ডি ডস অ্যাটাক হলো একটি সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েন্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় সাময়িক সময়ের জন্য অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য।’
প্রশ্ন ৭। হ্যাকিং কী?
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য, ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলই হলো হ্যাকিং।
প্রশ্ন ৮। ম্যালওয়্যার কী?
উত্তর: ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।
প্রশ্ন ৯। মাইন্ড ম্যাপিং কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপ- ধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলে।
প্রশ্ন ১০। সাইবার বুলিং কী?
উত্তর: ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করা বা কাউকে মানহানিকর মন্তব্য করে তাকে হেয়প্রতিপন্ন করাকেই সাইবার বুলিং বলা হয়।
প্রশ্ন ১১। ফেইক নিউজ কী?
উত্তর: মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনই হলো ফেইক নিউজ।
প্রশ্ন ১২। সাইবার স্টকিং কী?
উত্তর: সাইবার স্টকিং হলো ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা।
প্রশ্ন ১৩। ফেইক সোশ্যাল মিডিয়া একাউন্ট কী?
উত্তর: যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি একাউন্ট খুলে তখন তাকে ফেইক সোশ্যাল মিডিয়া একাউন্ট বলা হয়।
প্রশ্ন ১৪। ডিজিটাল ফুটপ্রিন্ট কী?
উত্তর: ডিজিটাল ফুটপ্রিন্ট হলো ব্যক্তির অনলাইন কার্মকান্ড এবং গোপনীয়তা সংরক্ষণের জন্য তার অনলাইন প্রদত্ত তথ্যের বিবরণসমূহ।
প্রশ্ন ১৫। টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বলতে কী বুঝায়?
উত্তর: টু-ফ্যাক্টর অথেন্টিকেশন হলো একটি উচ্চ মানের সিকিউরিটি ব্যবস্থা, যেখানে কোনো একটি একাউন্টে লগইন করার জন্য পাসওয়ার্ড এর, পাশাপাশি আলাদা কোডেরও প্রয়োজন হয়।
প্রশ্ন ১৬। ইনফোগ্রাফি কী?
উত্তর: ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজ্যুয়াল উপস্থাপনা।
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।