|

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৫ সংক্ষিপ্ত প্রশ্ন

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৫ সংক্ষিপ্ত প্রশ্ন: নেটওয়ার্কের ক্রমবিকাশের মাধ্যমে তথ্য প্রযুক্তির যথাযথ ক্রম বিকাশ হয়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই নেটওয়ার্কটি ব্যবহৃত হয় তা হলো ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থানে তথ্য আদান-প্রদান করা হয়। নেটওয়ার্কের কিছু স্তর বা লেয়ার রয়েছে যেগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়।

OSI ফ্রেমওয়ার্ক কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে তা নির্দেশ করে। যোগাযোগ ব্যবস্থা তারযুক্ত এবং তারবিহীন দুই ধরণের হতে পারে। এছাড়া, নেটওয়ার্কে এই ডিভাইসগুলোকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন। কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণের মাধ্যমে দুইটি ডিভাইসে নেটওয়ার্ক তৈরি করে সফলভাবে ফাইল শেয়ার করা যায়।


৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৫ কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। বড় সাইজের ফাইল ট্রান্সফার করার জন্য কোন হার্ডওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: পেনড্রাইভ বা হার্ডড্রাইভ।

প্রশ্ন ২। বর্তমান সময়ে আমরা কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি ব্যবহার করি?
উত্তর: ইন্টারনেট।

প্রশ্ন ৩। ইন্টারনেট থেকে কম্পিউটারে তথ্য আসতে কি অতিক্রম করতে হয়?
উত্তর: কয়েকটি ধাপ বা স্তর।

প্রশ্ন ৪। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রদানের কাজটি কীভাবে সম্পন্ন হয়?
উত্তর: ধাপে ধাপে।

প্রশ্ন ৫। নেটওয়ার্কের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট নিয়মগুলোকে কি বলে?
উত্তর: প্রোটোকল।

প্রশ্ন ৬। নেটওয়ার্কের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট কি থাকে?
উত্তর: দায়িত্ব বা কাজ।

প্রশ্ন ৭। কখন কোনো নেটওয়ার্ক লেয়ারের কাজে বিঘ্নতা ঘটে না?
উত্তর: অন্য লেয়ারে পরিবর্তন আসলে।

প্রশ্ন ৮। OSI এর পূর্ণরূপ কি?
উত্তর: Open System Interconnection.

প্রশ্ন ৯। নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি ধারণাগত কাঠামো কোনটি?
উত্তর: OSI ফ্রেমওয়ার্ক।

প্রশ্ন ১০। ISO এর পূর্ণরূপ কি?
উত্তর: International Standard Organization.

প্রশ্ন ১১। OSI মডেল কয়টি লেয়ারে বিভক্ত?
উত্তর: ৭ টি।

প্রশ্ন ১২। OSI মডেলের শেষ লেয়ারের নাম কি?
উত্তর: ফিজিক্যাল লেয়ার।

প্রশ্ন ১৩। OSI মডেলের প্রথম লেয়ারের নাম কি?
উত্তর: অ্যাপ্লিকেশন লেয়ার।

প্রশ্ন ১৪। TCP এর পূর্ণরূপ কি?
উত্তর: Transmission Control Protocol.

প্রশ্ন ১৫। IP এর পূর্ণরূপ কি?
উত্তর: Internet Protocol.

প্রশ্ন ১৬। TCP/IP প্রটোকলটি কয়টি লেয়ারে বিভক্ত?
উত্তর: ৪ টি।

প্রশ্ন ১৭। ডেটাকে বাইনারিতে রূপান্তর করা হয় কোন লেয়ারে?
উত্তর: প্রেজেন্টেশন লেয়ার।

প্রশ্ন ১৮। দুটি ডিভাইসের মধ্যে একটি নির্ধারিত সময়ব্যাপী ক্রমাগত ডেটার আদান-প্রদান ব্যবস্থাপনা করে কোন লেয়ার?
উত্তর: সেশন লেয়ার।

প্রশ্ন ১৯। প্রসেস থেকে প্রসেসের ডেটা অন প্রদান করা হয় কোন লেয়ারে?
উত্তর: ট্রান্সপোর্ট লেয়ারে।

প্রশ্ন ২০। ডেটা কম্প্রেশন করা হয় কোন লেয়ারে?
উত্তর: প্রেজেন্টেশন লেয়ারে।

প্রশ্ন ২১। ডেটার এরোর কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল করা হয় কোন লেয়ারে?
উত্তর: ট্রান্সপোর্ট লেয়ারে।

প্রশ্ন ২২। ডেটা এনক্রিপশন করা হয় কোন লেয়ারে?
উত্তর: প্রেজেন্টেশন লেয়ারে।

প্রশ্ন ২৩। ডেটাকে সেগমেন্টে ভেঙে ফেলা হয় কোন লেয়ারে?
উত্তর: ট্রান্সপোর্ট লেয়ারে।

প্রশ্ন ২৪। প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে?
উত্তর: নেটওয়ার্ক লেয়ারে।

প্রশ্ন ২৫। লোকাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ডিভাইসগুলোর মধ্যে ডেটা আগামী প্রদান করা হয় কোন লেয়ারে?
উত্তর: ডেটা লিংক লেয়ারে।

প্রশ্ন ২৬। নেটওয়ার্ক টপোলজিগুলো বাস্তবায়ন করা হয় কোন লেয়ারে?
উত্তর: ফিজিক্যাল লেয়ারে।

প্রশ্ন ২৭। প্রতিটি লেয়ারে মূল ডেটার সাথে কি যুক্ত হয়?
উত্তর: হেডার এবং ট্রেইলার।

প্রশ্ন ২৮। ডেটার সাথে ম্যাক অ্যাড্রেস যুক্ত করা হয় কোন লেয়ারে?
উত্তর: ডেটা লিংক লেয়ারে।

প্রশ্ন ২৯। ডিভাইসগুলোকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে কীসের প্রয়োজন?
উত্তর: ফিজিক্যাল মাধ্যম।

প্রশ্ন ৩০। সবচেয়ে দ্রুতগতিতে ডেটা পরিবহন করতে পারে কোন ক্যাবল?
উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।

প্রশ্ন ৩১। সবচেয়ে ধীর গতিতে ডেটা পরিবহন করে কোন ক্যাবল?
উত্তর: টুইস্টেট পেয়ার ক্যাবল।

প্রশ্ন ৩২। ক্যাবলগুলোতে ডেটাকে কোন ধরনের সিগন্যালে পরিণত করা হয়?
উত্তর: ডিজিটাল সিগন্যাল।

প্রশ্ন ৩৩। সবথেকে ব্যয়বহুল ক্যাবল কোনটি?
উত্তর: ফাইবার অপটিক্যাল ক্যাবল।

প্রশ্ন ৩৪। সবথেকে সস্তা ক্যাবল কোনটি?
উত্তর: টুইস্টেড পেয়ার ক্যাবল।

প্রশ্ন ৩৫। ডিভাইসের সাথে যুক্ত একটি সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে?
উত্তর: আইপি অ্যাড্রেস।

প্রশ্ন ৩৬। আইপি অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম কি?
উত্তর: ISP.

প্রশ্ন ৩৭। কমেন্ট প্রম্পট আনতে সার্চ বারে কি লিখতে হয়?
উত্তর: cmd.

প্রশ্ন ৩৮। আইপি অ্যাড্রেস জানতে কমান্ড প্রম্পট এ কি লিখতে হয়?
উত্তর: ipconfig /all.

প্রশ্ন ৩৯। কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে হলে কোন কমেন্ট ব্যবহার করতে হয়?
উত্তর: ping.

প্রশ্ন ৪০। আইপি সেটাপ করার জন্য উইন্ডোজে কি হিসেবে প্রবেশ করতে হবে?
উত্তর: অ্যাডমিনিস্ট্রেটর ইউজার।

প্রশ্ন ৪১। RJ45 ক্যাবলে কয়টি কানেক্টর থাকে?
উত্তর: ২টি।

প্রশ্ন ৪২। RJ45 ক্যাবল কোন পোর্টে প্রবেশ করানো হয়?
উত্তর: ল্যান পোর্টে।

প্রশ্ন ৪৩। RJ45 ক্যাবল ব্যবহার করে কোন ধরনের নেটওয়ার্ক গঠন করা হয়?
উত্তর: ইথারনেট নেটওয়ার্ক।

প্রশ্ন ৪৪। কোন ip address আইএসপি থেকে দেওয়া হয় না?
উত্তর: প্রাইভেট আইপি।

প্রশ্ন ৪৫। কোন ধরনের নেটওয়ার্কের প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা যায়?
উত্তর: লোকাল নেটওয়ার্ক।

প্রশ্ন ৪৬। প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা হলে কোন সুবিধা পাওয়া যায় না?
উত্তর: ইন্টারনেট সুবিধা।

প্রশ্ন ৪৭। ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে কয় ধরনের পারমিশন দেওয়া যায়?
উত্তর: দুই ধরনের।

প্রশ্ন ৪৮। কোনো ডিভাইস কেউ ফাইলের অ্যাক্সেস দিতে কোন অপশনের মাউস পয়েন্ট টা নিয়ে যেতে হয়?
উত্তর: Give access to.

প্রশ্ন ৪৯। শেয়ারকৃত ফাইল সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: পাসওয়ার্ড।

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৫ সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। হার্ডওয়‍্যার কাকে বলে?
উত্তর: কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশসমূহকে হার্ডওয়্যার বলে।

প্রশ্ন ২। পেনড্রাইভ কী?
উত্তর: পেনড্রাইভ হলো একটি ছোট, বহনযোগ্য, পোর্টেবল ডেটা স্টোরেজ ডিভাইস।

প্রশ্ন ৩। ডিজিটাল নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: তথ্যের ডিজিটাল আকারে আদান-প্রদান করা হয় এমন নেটওয়ার্ককে ডিজিটাল নেটওয়ার্ক বলে।

প্রশ্ন ৪। বাইনারি তথ্য কাকে বলে?
উত্তর: শুধুমাত্র দুটি মান, যেমন ০ এবং ১ ব্যবহার করে তথ্য প্রকাশ করাকে বাইনারি তথ্য বলে।

প্রশ্ন ৫। প্রসেস কাকে বলে?
উত্তর: কম্পিউটারের একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য একটি প্রোগ্রামকে প্রসেস বলে।

প্রশ্ন ৬। ডেটা সেগমেন্ট কাকে বলে?
উত্তর: ডেটার একটি অংশকে ডেটা সেগমেন্ট বলে।

প্রশ্ন ৭। টপোলজি কাকে বলে?
উত্তর: নেটওয়ার্কের ডিভাইসগুলো কীভাবে সংযুক্ত থাকে তা বর্ণনা করে এমন একটি নকশাকে টপোলজি বলে।

প্রশ্ন ৮। ফিজিক্যাল মাধ্যম কী?
উত্তর: ফিজিক্যাল মাধ্যম হলো ডেটা প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বস্তু বা পদার্থ।

প্রশ্ন ৯। ডেটা হেডার কী?
উত্তর: ডেটার তথ্য সম্পর্কে তথ্য বহনকারী ডেটার অংশই হলো ডেটা হেডার।

প্রশ্ন ১০। ট্রেইলার কাকে বলে?
উত্তর: ডেটা প্যাকেটের শেষ অংশকে ট্রেইলার বলে।

প্রশ্ন ১১। ট্র্যাকিং নাম্বার কী?
উত্তর: ডেটা প্যাকেটের অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহৃত নম্বরকে ট্র্যাকিং নাম্বার বলে।

প্রশ্ন ১২। অ্যানালগ ডেটা কী?
উত্তর: ধারাবাহিক মান ব্যবহার করে প্রকাশিত তথ্যকে অ্যানালগ ডেটা বলে।

প্রশ্ন ১৩। আইপি অ্যাড্রেস কাকে বলে?
উত্তর: ইন্টারনেটে ডিভাইসগুলোকে শনাক্ত করার জন্য ব্যবহৃত একটি অনন্য সংখ্যাকে আইপি অ্যাড্রেস বলে।

প্রশ্ন ১৪। ম্যাক অ্যাড্রেস কাকে বলে?
উত্তর: নেটওয়ার্কে ডিভাইসগুলোকে শনাক্ত করার জন্য ব্যবহৃত 12-সংখ্যার একটি অনন্য সংখ্যাকে ম্যাক অ্যাড্রেস বলে।

প্রশ্ন ১৫। ডিজিটাল সিগন্যাল কী?
উত্তর: শুধুমাত্র দুটি মান, যেমন ০ এবং ১ ব্যবহার করে প্রকাশিত সিগন্যাল কে ডিজিটাল সিগন্যাল বলে।’

প্রশ্ন ১৬। গ্লোবাল নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: বিশ্বব্যাপী অবস্থিত নেটওয়ার্ককে গ্লোবাল নেটওয়ার্ক বলে।

প্রশ্ন ১৭। কমান্ড প্রম্পট কী?
উত্তর: কমান্ড প্রম্পট হলো একটি কমান্ড-লাইন ইন্টারফেস (CLI) যা ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে দেয়।

প্রশ্ন ১৮। ল্যান্ড পোর্ট কী?
উত্তর: ল্যান্ড পোর্ট হলো কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার জন্য ব্যবহৃত একটি পোর্ট।

প্রশ্ন ১৯। উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে?
উত্তর: উইন্ডোজ কম্পিউটারে সিস্টেম প্রশাসন টাস্কগুলো সম্পাদন করতে ব্যবহৃত একটি কমান্ড-লাইন ইন্টারফেসকে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর বলে।

প্রশ্ন ২০। প্রাইভেট আইপি কাকে বলে?
উত্তর: একটি স্থানীয় নেটওয়ার্কে ব্যবহৃত আইপি অ্যাড্রেসকে প্রাইভেট আইপি বলে।

প্রশ্ন ২১। ডিএনএস (DNS) সার্ভার কী?
উত্তর: একটি ডোমেইন নামকে একটি আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে ব্যবহৃত সার্ভারই ডিএনএস সার্ভার।

প্রশ্ন ২২। ডিফল্ট গেটওয়ে কী?
উত্তর: ডিফল্ট গেটওয়ে হলো একটি ডিভাইস থেকে অন্য নেটওয়ার্কে ডেটা প্রেরণ করতে ব্যবহৃত একটি গেটওয়ে।


আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ২ সংক্ষিপ্ত প্রশ্ন
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৩ সংক্ষিপ্ত প্রশ্ন
আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ৪ সংক্ষিপ্ত প্রশ্ন


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।