|

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন

৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন: ৯ম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশাকরি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ এর অধ্যায় এর কাজ শেয়ার করছি।

আজকের আর্টিকেলে ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ স্পেশাল কুইজ

প্রশ্ন ১। কিসের প্রসারের ফলে প্রতিদিনই বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার চিত্র?
উত্তর: প্রযুক্তির।

প্রশ্ন ২। কিসের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে?
উত্তর: পরিবর্তনশীল পৃথিবী।

প্রশ্ন ৩। জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে হলে আমাদেরকে কোথা থেকে তথ্য নিতে হবে?
উত্তর: ইন্টারনেট।

প্রশ্ন ৪। আমরা যেকোনো তথ্য খুব সহজেই মুহূর্তের মধ্যে অনুসন্ধান করে বের করে ফেলতে পারি কেন?
উত্তর: ইন্টারনেটের সহজলভ্যতার কারণে।

প্রশ্ন ৫। ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কারা ভুল তথ্য ছড়িয়ে দেয়?
উত্তর: অসাধু মানুষ।

প্রশ্ন ৬। ভুল তথ্যের কারণে আমরা কিসের শিকার হই?
উত্তর: বিভ্রান্তির।

প্রশ্ন ৭। গুগল, ইয়াহু, বিং এগুলো কি?
উত্তর: সার্চ ইঞ্জিন।

প্রশ্ন ৮। সার্চ ইঞ্জিনে কি লিখে সার্চ করতে হয়?
উত্তর: কিওয়ার্ড।

প্রশ্ন ৯। আমরা প্রতিনিয়ত কোথা থেকে বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি?
উত্তর: গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম।.

প্রশ্ন ১০। তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি কি তৈরি করে?
উত্তর: মনোভাব।

প্রশ্ন ১১। কোনটি প্রকৃত সত্য বা বাস্তবতার সাথে ভিন্ন হতে পারে?
উত্তর: মনোভাব বা Perception.

প্রশ্ন ১২। কোন সফটওয়‍্যারটি ব্যবহার করে আমরা ভয়েস কমান্ড এর মাধ্যমে বাংলা লিখতে পারি?
উত্তর: গুগল ডক।

প্রশ্ন ১৩। গুগল ডক এ ভয়েস কমান্ড চালু করার শর্টকাট কি কোনটি?
উত্তর: Ctrl + shift + S.

প্রশ্ন ১৪। ইন্টারনেট ব্যবহার করে এমন গণমাধ্যমকে কি বলে?
উত্তর: নিউ মিডিয়া।

প্রশ্ন ১৫। সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি?
উত্তর: ফেসবুক।

প্রশ্ন ১৬। গণযোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি?
উত্তর: সংবাদপত্র।

প্রশ্ন ১৭। কোন প্রযুক্তির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের কনটেন্ট আমাদের কাছে বারবার আসে?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রশ্ন ১৮। আমরা কোনো কনটেন্টকে এর প্রকৃত সত্য বলে মনে করি কেন?
উত্তর: বারবার দেখার ফলে।

প্রশ্ন ১৯। যুক্তি তর্কের খেলা কোনটি?
উত্তর: বিতর্ক।

প্রশ্ন ২০। যেকোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোনটি সবথেকে জরুরী?
উত্তর: নিরপেক্ষতা।

প্রশ্ন ২১। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি উচিত নয়?
উত্তর: আবেগের উপর নির্ভর করা।

প্রশ্ন ২২। বস্তুনিষ্ঠ বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে কি বলে?
উত্তর: নিরপেক্ষতা।

প্রশ্ন ২৩। কোনো বিষয়ে পক্ষপাতিত্ব কাজ করার কারণ কি?
উত্তর: পূর্ব অভিজ্ঞতা এবং আবেগ।

প্রশ্ন ২৪। কোনো বিষয়ের পক্ষপাতিত্ব করার ক্ষেত্রে কোনটি যাচাই করা প্রয়োজন?
উত্তর: মতের বিরুদ্ধের যুক্তি দিয়ে প্রমাণ।

প্রশ্ন ২৫। সংবাদমাধ্যম পক্ষপাত দুষ্ট হয়ে যায় কেন?
উত্তর: মালিকানার প্রভাবে।

প্রশ্ন ২৬। আমরা কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি?
উত্তর: তথ্য।

প্রশ্ন ২৭। ঘটে যাওয়া তথ্য দ্রুত পাঠকের নিকট পৌছানো সংবাদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
উত্তর: সময় উপযোগিতা।

প্রশ্ন ২৮। নিজস্ব পরিমন্ডলের তথ্য সংষধাদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
উত্তর: নৈকট্য।

প্রশ্ন ২৯। কোনো তথ্য অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করলে তাকে কি বলা যায়?
উত্তর: সংবাদ।

প্রশ্ন ৩০। ভারসাম্য রক্ষার জন্য কোনো সাংবাদে কি থাকা প্রয়োজন?
উত্তর: সকল পক্ষের মতামত।

প্রশ্ন ৩১। কোনটি আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে?
উত্তর: ব্যক্তির কোনো কাজ, জীবনযাপন বা বক্তৃতা।

প্রশ্ন ৩২। সংবাদ কাঠামোকে কিসের সাথে তুলনা করা হয়?
উত্তর: উল্টাপিরামিড।

প্রশ্ন ৩৩। একটি সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
উত্তর: শিরোনাম।

প্রশ্ন ৩৪। একটি সংবাদের কাঠামোকে কয়টি অংশে ভাগ করা যায়?
উত্তর: পাঁচটি।

প্রশ্ন ৩৫। জরিপ কি?
উত্তর: গবেষণার একটি পদ্ধতি।

প্রশ্ন ৩৬। জরিপের জন্য সাধারণত কয় ধরনের প্রশ্ন করা যায়?
উত্তর: ৩।

প্রশ্ন ৩৭। ডেটা উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: এক্সেল।

প্রশ্ন ৩৮। কিসের মাধ্যমে ব্যক্তিবর্গের মতামত সংগ্রহ করা হয়?
উত্তর: জরিপের।

প্রশ্ন ৩৯। এক্সেলে ডেটা এনালাইসিস এর জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন কোনটি?
উত্তর: COUNTIFS().

প্রশ্ন ৪০। এক্সেলে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: গ্রাফ।

প্রশ্ন ৪১। এক্সেলে গ্রাফ তৈরির অপশনটি কোথায় থাকে?
উত্তর: ইনসার্ট মেনু রারে।

প্রশ্ন ৪২। সৃজনশীল বা মৌলিক কোনো কাজের উপর অধিকারকে কি বলে?
উত্তর: কপিরাইট।

প্রশ্ন ৪৩। কোন ধরনের সৃষ্টিশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না?
উত্তর: কপিরাইটের রেজিস্ট্রেশন করা আছে এমন কন্টেন্ট।

প্রশ্ন ৪৪। অনুমতি ছাড়া কপিরাইট কনটেন্ট ব্যবহার করলে কি হবে?
উত্তর: শাস্তি ও জরিমানা।

প্রশ্ন ৪৫। কোন প্রতিষ্ঠান সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায় সবার ব্যবহারের উপযোগী করে দেয়?
উত্তর: ক্রিয়েটিভ কমন্স।

প্রশ্ন ৪৬। কপিরাইট মুক্ত কন্টেন্ট পেতে গুগল সার্চ ইঞ্জিন এর কোথায় ক্লিক করতে হবে?
উত্তর: টুলস।

প্রশ্ন ৪৭। সার্চ ইঞ্জিনে টুলস আইকনে ক্লিক করলে কয়টি অপশন পাওয়া যাবে?
উত্তর: তিনটি।

প্রশ্ন ৪৮। ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য বিনামূল্যে বিদ্যমান সেবা কোনটি?
উত্তর: গুগল সাইট।

প্রশ্ন ৪৯। বুলেটিন তৈরি হয়ে গেলে কি করা প্রয়োজন?
উত্তর: পাবলিশ।

প্রশ্ন ৫০। ওয়ার্ডপ্রেস কি?
উত্তর: ওয়েবসাইট তৈরি করার জন্য একটি সেবা।


৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। তথ্য অনুসন্ধান কী?
উত্তর: তথ্য অনুসন্ধান হলো এমন একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। তথ্য অনুসন্ধান সাধারণত সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট বা অন্যান্য তথ্যসূত্র ব্যবহার করে করা হয়।

প্রশ্ন ২। URL কাকে বলে?
উত্তর: URL হলো Uniform Resource Locator এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ওয়েবসাইটের ঠিকানা। URL সাধারণত http :// বা https :// দিয়ে শুরু হয় এবং .com, .org, .edu, ইত্যাদি ডোমেইন এক্সটেনশন দিয়ে শেষ হয়।

প্রশ্ন ৩। ই-মেইল কী?
উত্তর: ই-মেইল হলো একটি ইলেকট্রনিক মেইল সিস্টেম। ই-মেইল ব্যবহার করে ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থিত অন্য ব্যবহারকারীদের সাথে বার্তা আদান-প্রদান করতে পারে।

প্রশ্ন ৪। সার্চ ইঞ্জিন কী?
উত্তর: সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ‘নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলোর একটি বিশাল ডেটাবেস ব্যবহার করে কাজ করে এবং ব্যবহারকারীর অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে।

প্রশ্ন ৫। কী-ওয়ার্ড কী?
উত্তর: কী-ওয়ার্ড হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা নির্দিষ্ট বিষয় বা ধারণাগুলোকে প্রতিনিধিত্ব করে। সার্চ ইঞ্জিনগুলো কী- ওয়ার্ডগুলো ব্যবহার করে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহারকারীদের অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে।

প্রশ্ন ৬। ওয়েবসাইট কাকে বলে?
উত্তর: ওয়েবসাইট হলো একটি ইন্টারনেট-ভিত্তিক তথ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা যা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। ওয়েবসাইটগুলো সাধারণত HTML, CSS এবং JavaScript ব্যবহার করে তৈরি করা হয়।

প্রশ্ন ৭। মনোভাব বা Perception কাকে বলে?
উত্তর: মনোভাব বা Perception হলো ব্যক্তির বিশ্ব সম্পর্কে ধারণা বা দৃষ্টিভঙ্গি। মনোভাবগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস, এবং মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত হয়।

প্রশ্ন ৮। গুগল ডক কী?
উত্তর: গুগল ডক হলো একটি ওয়েব-ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের অনলাইনে ডকুমেন্টগুলো তৈরি, সম্পাদনা এবং শেয়ার করতে দেয়।

প্রশ্ন ৯। এক্সেল কাকে বলে?
উত্তর: এক্সেল হলো মাইক্রোসফ্ট অফিস সফটওয়্যার প্যাকেজ এর একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজ করতে দেয়।

প্রশ্ন ১০। গণ যোগাযোগ মাধ্যম কী?
উত্তর: গণ যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্রক্রিয়া যা মাধ্যমে তথ্য এবং ধারণাগুলো বড় জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়া হয়। গণ যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট।

প্রশ্ন ১১। সামাজিক যোগাযোগ মাধ্যম কী?
উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্ট ফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং ধারণা বিনিময় করতে পারে।

প্রশ্ন ১২। নিউ মিডিয়া কী?
উত্তর: নিউ মিডিয়া হলো এমন গণমাধ্যম যা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য প্রদান করে। নিউ মিডিয়া গতানুগতিক মাধ্যম যেমন সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর তুলনায় আরও দ্রুত, বেশি’ অ্যাক্সেসযোগ্য এবং আরও ইন্টারেক্টিভ।

প্রশ্ন ১৩। সংবাদ কাকে বলে?
উত্তর: সংবাদ হলো এমন তথ্য যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। সংবাদ সাধারণত বর্তমান ঘটনা, রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের মতো বিষয়গুলোকে কভার করে।

প্রশ্ন ১৪। শিরোনাম কাকে বলে?
উত্তর: শিরোনাম হলো একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় বাক্য যা সংবাদের মূল বিষয়বস্তুকে তুলে ধরে। শিরোনামগুলো পাঠকদের আগ্রহ আকর্ষণ করতে এবং তাদের সংবাদের সম্পূর্ণ নিবন্ধটি পড়তে উৎসাহিত করতে ডিজাইন করা হয়েছে।

প্রশ্ন ১৫। জরিপ কাকে বলে?
উত্তর: জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতামত বা বিশ্বাসের একটি, প্রতিনিধিত্বমূলক নমুনা সংগ্রহ করে। জরিপগুলো সাধারণত প্রশ্নাবলির একটি সেট ব্যবহার করে পরিচালিত হয় যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে জিজ্ঞাসা করা হয়।

প্রশ্ন ১৬। উপাত্ত কাকে বলে?
উত্তর: উপাত্ত হলো তথ্যের একটি সংগ্রহ যা পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। উপাত্ত সাধারণত সংখ্যা, শব্দ বা চিত্রের আকারে আসে।

প্রশ্ন ১৭। প্রেজেন্টেশন কাকে বলে?
উত্তর: প্রেজেন্টেশন হলো এমন একটি উপস্থাপনা যা সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদান করার জন্য ব্যবহৃত হয়। প্রেজেন্টেশনগুলো সাধারণত পাওয়ারপয়েন্ট, ইলেভেন বা অন্যান্য উপস্থাপনা সফ্টওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়।

প্রশ্ন ১৮। কপিরাইট কী?
উত্তর: কপিরাইট হলো এমন একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে। কপিরাইট সুরক্ষার অধীনে থাকা কাজগুলোকে কপি, বিতরণ বা যেকোনোভাবে ব্যবহার করার জন্য অন্যদের অনুমতি প্রয়োজন।

প্রশ্ন ১৯। প্যারোডি কাকে বলে?
উত্তর: প্যারোডি হলো এমন একটি কাজ যা অন্য একটি কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয় তবে এটি মূল কাজের একটি বিদ্রূপাত্মক বা হাস্যকর ব্যাখ্যা।

প্রশ্ন ২০। বুলেটিন কাকে বলে?
উত্তর: বুলেটিন হলো এমন একটি প্রকাশনা যা সাধারণত সংবাদ, তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বুলেটিনগুলো সাধারণ সংস্থা, প্রতিষ্ঠান বা সংস্থান দ্বারা প্রকাশিত হয়।

প্রশ্ন ২১। ডিজিটাল প্রযুক্তি কাকে বলে?
উত্তর: ডিজিটাল প্রযুক্তি হলো এমন প্রযুক্তি যা তথ্যকে ডিজিটাল আকারে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ করে। ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস।

প্রশ্ন ২২। ওয়ার্ডপ্রেস কী?
উত্তর: ওয়ার্ডপ্রেস হলো একটি ওয়েব-ভিত্তিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) যা ব্যবহারকারীদের ওয়েবসাইট তৈরি, পরিচালনা এবং আপডেট করতে দেয়।

প্রশ্ন ২৩। পার্সোনাল পোর্টফোলিও কী?
উত্তর: পার্সোনাল পোর্টফোলিও হলো এমন একটি সংগ্রহ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের নমুনা প্রদর্শন করে। পার্সোনাল পোর্টফোলিওগুলো সাধারণত ব্যক্তিগত ওয়েবসাইট, অনলাইন পোর্টফোলিও সার্ভিস বা মুদ্রিত সংস্করণে প্রদর্শিত হয়।

প্রশ্ন ২৪। আত্মমূল্যায়ন কাকে বলে?
উত্তর: আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তি তার নিজস্ব দক্ষতা, যোগ্যতা এবং অর্জনগুলো মূল্যায়ন করে। আত্মমূল্যায়ন ব্যক্তিদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত, করতে এবং তাদের কর্মজীবন লক্ষ্যগুলো অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সহায়তা করতে পারে।


আরও দেখুন: ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং ভিডিও ক্লাস করতে সাবক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।